
শুভ্র
-একটা কামড় দেই?
-কি?
-কামড় দেই?
-কি?!?
-আমি তো বাংলাতেই বলছি !
-কামড় দিবা মানে?
-কামড় দিব মানে কামড় দিব। এটার আবার কি মানে থাকবে?
-তুমি কামড় দিবা কেন?
-ইচ্ছা করছে,তাই।
-সাত-সকালে এটা কেমন ইচ্ছা?!
-কেমন ইচ্ছা আমি জানি না। আমার ইচ্ছা করছে।
-তোমার এসব উদ্ভট ইচ্ছা কেন হল?
-হইলে আমি এখন কি করব? ইচ্ছা তো আর বলে কয়ে হয় না!
-এগুলা কি ধরনের ইচ্ছা?
-এত্তগুলা কোয়েশ্চেন করে তুমি আমার ইচ্ছা নষ্ট করে দিচ্ছো।
-এসব ফালতু ইচ্ছা নষ্ট হওয়াই ভাল।
-একটা কামড়ই তো দিতে চাইছি! আর কিছু কি চাইছি?
-তু্মি যাও তো এখান থেকে। আজকে হসপিটাল যাবেনা নাকি?
-দেই না,প্লিজ?
-তুমি যাবা? তোমার পেশেন্টরা কিন্তু ওয়েট করছে ‘ডাক্তার সাব’ !!
-তোমার এই গোল্লু গোল্লু গাল দেখলেই আমার কামড় দিতে ইচ্ছা করে যে ‘মাস্টর সাব’ !
-কাছে আসলেই কিন্তু অ্যাপ্রোন নষ্ট করে দিব, রোগীরা বলবে পাগলা ডাক্তার !
-যার যা ইচ্ছা বলুক, দেই না একটা?
-খবরদার, না, আমি কিন্তু ইউনিভার্সিটি যাবো , স্টুডেন্টরা দেখবে, হাসবে !
-দেখুক, হাসুক, যা ইচ্ছা ভাবুক !
-না না…
– সবকিছুতে না না কর কেন?
-না না না…
অতপর, দুজনেরই অফিস লেট।
ভালোবাসা -বাসিময় জীবনে, দুই একদিন না হয় অফিস যেতে একটু লেট -ই হল…
উৎস: অন্যভুবন