বিক্ষিপ্ত অনুভূতি (দ্বিতীয় সংখ্যা) : মুখবন্ধ

ফ্লিন রাইডার

জুলহাজ তনয় হত্যার সাত বছর পেরিয়ে গেল। আমাদের এই এলজিবিটি কমিউনিটি এখনো সেই মানসিক ট্রমা, নিরাপত্তাহীনতা আর অধিকারহীন অন্ধকার জীবনের ঘোরটোপে আটকা পড়ে হাঁসফাঁস করছে। আমাদের এলজিবিটি কমিউনিটির মানুষজন যারা সেই সময়ের সাক্ষী ছিলেন, তারা বেশির ভাগ আর সেই বিভীষিকাময় হত্যাকান্ডের সময়কে ভুলে সামনে এগিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করছে। অনেকেই আজকের দিন সামনে আসলে বিষন্ন মনে তাদের স্মরণ করেন। এলজিবিটি কমিউনিটির নতুন প্রজন্মের অনেকেই জানেই না এই হত্যাকান্ডের ব্যাপারে, জানবার চেষ্টাও করে না অনেকেই, যা খুবই হতাশাজনক। ২০২১ সালে জুলহাজ তনয় হত্যাকান্ডের রায় দিয়েছে নিম্ন আদালত। সেই এক রায়ের পরে সংবাদমাধ্যমও প্রথমে বেশ লিখালিখি করলেও, এখন মিডিয়া চুপচাপ। পলাতক আসামিদের কি হল, এই রায় বাস্তবায়ন হবে কবে, সেটার কোন খোঁজ নেই। আর আমরা বাংলাদেশের এলজিবিটি কমিউনিটির যারা আছি, তাদের কি হবে? এই রাষ্ট্রে , সমাজে, পরিবারে আমাদের নিরাপদে নিজেদের পরিচয়ে বেচে থাকার অধিকারের কি হবে ? এভাবেই কি সব মাটি চাপা পড়ে যাব, আমরা কি সেটা ভুলে যাব?

না, কিছুই ভুলা যাবে না। কেন জানেন? কারণ সেদিন কেবল দুজন সমকামী সংগঠকের উপরে আক্রমণ হয়নি, হয়েছে আমাদের সমগ্র এলজিবিটি কমিউনিটির উপরে । এই হত্যাকান্ডের ঘটনার কারনে প্রতিটা দিন আমরা অনিরাপত্তার মধ্যে স্ট্রাগল করছি। আমরা যদি ভুলে যাই আমাদের সাথে কি হয়েছিল, আমাদের কি অবস্থান, তাহলে আমরা কোন দিন সামনে আগাতে পারব না। এবারের বিক্ষিপ্ত অনুভুতির দ্বিতীয় সংখ্যাতে আমরা আমাদের কমিউনিটির মানুষদের সেই কন্ঠ তুলে আনবার চেষ্টা করেছি। তাদের সেই স্মৃতি, তাদের সেই স্ট্রাগল, তাদের সেই অনুভুতিগুলি, তাদেরকে কিভাবে ছুঁয়ে গেছে সেই মানুষগুলো আর তাদের হত্যাকান্ডের নির্মমতা সেগুলি উঠে এসেছে একেক জনের লিখার মাধ্যমে। অনেকেই লিখতে চাননি, কারণ এই স্মৃতিগুলো আবার মনে করে নিজেকে সেই ভয়ংকর মানসিক ট্রমার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাননি। অনেকে লিখবার চেষ্টা করেছেন, কিন্তু মাঝপথে গিয়ে মানসিক ট্রমার কারণে লেখা শেষ করতে পারেননি। ধন্যবাদ আপনাদের এই চেষ্টাটুকু করবার জন্য। আমরা কৃতজ্ঞ যারা এবারের সংখ্যায় লেখা দিয়েছেন। আমাদের গল্পগুলো আমাদেরকেই বলতে হবে, তুলে আনতে হবে, সংরক্ষণ করতে হবে। আমরা সব সময় সে চেষ্টা করে যাব। আশা করি আপনারা সব সময় আমাদের এই উদ্যোগের সাথে থাকবেন। 

লেখকের অনুভুতি, অভিজ্ঞতা এবং মতামত একান্তই নিজের। ‘মন্দ্র’ এর অনুমতি ছাড়া এই লেখা পুনঃপ্রকাশ করা যাবে না।

বিক্ষিপ্ত অনুভূতি একটি তনয়-জুলহাজ হত্যাকাণ্ড সম্পর্কিত মন্দ্র আর্কাইভ সংকলন । এই সংকলনে কমিউনিটির বিভিন্ন মানুষ ঘটনা সম্পর্কিত নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.