মন্দ্র একটি বাংলাদেশী কুইয়ার নারীবাদী, অলাভজনক, স্বেচ্ছাসেবক-পরিচালিত শিল্প ও সাংস্কৃতিক কুইয়্যার সংগঠন এবং বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ ক্যুইয়ার আর্কাইভ যা বাংলাদেশের প্রান্তিক লিঙ্গ ও যৌন বৈচিত্র্যময় জনগোষ্ঠীর শিল্প সংস্কৃতি দীর্ঘ ইতিহাসকে সংগ্রহ এবং সংরক্ষণ করে । সেই সাথে শিল্প এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে কুইয়্যার আন্তসম্প্রদায়, নারীবাদ, সামাজিক এবং পারিবেশিক-প্রতিবেশিক সুবিচার এর অধিকার আন্দোলনের পথকে প্রসারিত করে। মন্দ্রের লক্ষ্য এই অঞ্চলে আমাদের ইতিহাস, চলমান লিঙ্গ এবং যৌন বৈচিত্র্যের সামাজিক আন্দোলনের স্বপক্ষে সাক্ষ্য দেওয়া, সংরক্ষণ করা এবং চর্চার মাধ্যমে আমাদের অস্তিত্ব এবং সংগ্রামকে টিকিয়ে রাখা। ‘মন্দ্র’ এর অর্থ গভীর ধ্বনি। ২০১৯ সালের ২৪শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
মন্দ্র সংগঠনের সকল কার্যক্রম কয়েকটি বিভাগে বিভক্ত।
- আর্কাইভ
- প্রকাশনা
- বহুমাত্রিক শিল্প
- শিক্ষা ও গবেষণা
- অ্যাডভোকেসি এবং পলিসি
- কুইয়ার লাইব্রেরি

Mondro is a Bangladeshi queer feminist non-profit volunteer-led organization for queer art and culture, and it is the first and largest public queer archive in the country that collects and preserves the precious artistic and cultural history of communities of marginal gender and sexual diversities. Through artistic and cultural practices, they also pave the way for movements for queer inter-communality, feminism, and rights for social and environmental justice. Mondro aims at conserving our existence and struggles by giving testimony to and accumulating and practicing, our history, and the continuing social movements for gender and sexual diversity. The meaning of the word Mondro is a deep, somber sound. The organization which debuted on 24 November 2019.
All the functions of Mondro are divided into the following three parts:
- Archive
- Publication
- Visual, Media, and Performance Art
- Education & Research
- Advocacy & Policy
- Queer Library