
ফ্লিন রাইডার রাজশাহীর গ্রামের এক সমকামির আত্তপ্রকাশ ও নির্যাতনের পর গ্রামছাড়া সমকামিতাকে ঘিরে এখন অনিশ্চিত জীবনযাপন করছি।না পারিবারিক না রাষ্ট্রীয় স্বীকৃতি আছে। তার চেয়ে বেশি অতিষ্ঠ হয়ে পড়েছি, পরিবারের অত্যাচারে।দিন, রাত যুদ্ধ করে চলেছি বেঁচে থাকার জন্য।কিন্তু এখন আর এসব সমস্যা কাটিয়ে উঠতে পারছি না।হয়ত অদূরভবিষ্যতে কিছু একটা করে ফেলবো…….বেঁচে থেকেই নরক বাস করছি। উপরের