
roopbaanadmin
আমরা খ্যাতনামা সাহিত্যিক এবং জনপ্রিয় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বর ছুরিকাঘাতের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করছি উনি দ্রুততম সময়ে সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। জাফর ইকবাল বাংলাদেশে বিজ্ঞানমনষ্ক এবং প্রগতিশীল কিশোর সাহিত্যের অন্যতম পুরোধা। স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিস্তর গবেষণা এবং প্রগতিশীল জাতীয় শিক্ষানীতি প্রণয়নে তাঁর অবদান আমরা সবাই জানি। তরুনদের নিয়ে তিনি কেবল স্বপ্ন দেখেননি, চেষ্টা করেছেন তাদের পাশে থেকে উজ্জ্বল বাংলাদেশ গড়ার সহযাত্রী হতে।
বাংলাদেশে মুক্তচিন্তা প্রসারের ক্রান্তিলগ্নে আমরা কোনোভাবেই আরেকজন সহযোদ্ধাকে হারাতে চাই না। জাফর ইকবালের অসংখ্য ভক্ত, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষীর সাথে রূপবানও প্রার্থনায় রইলো তাঁর দ্রুত আরোগ্যের।
উৎসঃ রূপবান ব্লগ