
Roopbaan Admin
সংগৃহীত এবং পরিমার্জিত: ২ এপ্রিল ২০১৬ দৃক পরিবারের সদস্য মোঃ ইরফানুল ইসলাম (৪২) সকাল ১০:৩০টায় ধানমন্ডি ৮ নম্বর সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে নিখোঁজ হন। পরদিন সকালে দৈনিক পত্রিকায় খবর আসে আগের দিন (২ এপ্রিল) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় লাশটি ইরফানুল ইসলামের।
ইরফান হত্যার ২ বছর পুর্ণ হয়েছে গত ২ এপ্রিল। এখনো পর্যন্ত পুলিশ বা কোন রাষ্ট্রীয় সংস্থা অপরাধী শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। এই দুই বছর প্রতি মাসের ২ তারিখ দৃক এবং পাঠশালা ইরফান হত্যা দিবস পালন করে আসছে মানব বন্ধনের মাধ্যমে।
বর্তমান বাংলাদেশ একটি মৃত্যুপুরী,আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দৃক এবং পাঠশালার সাথে গলা মিলিয়ে আমরাও এই অবস্থার অবসান চাই।
উৎস: রূপবান ব্লগ