উল্টি: একটি গোপন ভাষা

মুন

উল্টি একটি কোড ল্যাঙ্গুয়েজ৷ এই ভাষাটি মুঘল আমল থেকেই খোজা, নর্তকী বা বাঈজি ইত্যাদি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল বা আছে৷ প্রথমে ভাষাটি প্রধানত “ফার্সী” শব্দ ও দেশীয় শব্দের সমন্বয়ে তৈরি করা হলেও অনেক নতুন ও অভিনব শব্দ পরবর্তীতে যোগ হতে থাকে৷ ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশসহ দক্ষিন এশিয়াতে ভাষাটির ব্যবহার লক্ষ্য করা যায়৷ কিন্তু বর্তমানে ভাষাটি হারিয়ে যেতে বসেছে৷ বাংলাদেশের গে কমিউনিটি নতুন ভাবে কোতি সম্প্রদায়ের নিকট হতে কিছু কিছু শব্দ শিখে মজার উদ্দেশ্যে বন্ধু-বান্ধবদের মধ্যে কথোপকথনে প্রয়োগ করে এ ভাষাটিকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে বিশেষ অবদান রেখে চলেছেন৷ ব্যক্তিগতভাবে আমি ভাষাটিকে পছন্দ করি, যদিও অনেকেই ভাষাটিকে অপছন্দ করেন এবং সমকামীদের ভাষা বলে অবজ্ঞা করেন৷ তবুও আমি খুবই পছন্দ করি৷ নিম্নে কিছু উল্টি শব্দ এবং তার অর্থ তুলে ধরা হলো, আশা করি ভাল লাগবেঃ 

শব্দার্থঃ

আড়িয়াল = বড়, বেশি, অনেক, প্রচুর, বিশাল, বিরাট, ব্যাপক
আড়িয়াল সে খাড়িয়াল = অনেক অনেক বেশি, অনেক অনেক বড়
লুকখোর = অল্প, ছোট
চিশা = সুন্দর, ভাল, চমৎকার
বেচিশ = খারাপ, অসুন্দর, কুৎসিত, কদাকার, বাজে, পঁচা৷
কাচ্চি = খারাপ, বাজে, অসুন্দর, কুৎসিত, পঁচা, বেশি একটা সুবিধাজনক না৷
পাক্কি = ভাল, সুন্দর, চমৎকার, সুবিধাজনক৷
পান্থি = টপ রোল প্লে করে যে পুরুষ
পারিখ = স্থায়ী বয়ফ্রেন্ড বা প্রেমিক৷
জজমেন = স্ট্রেইট, বিষমকামী
নেহেরুন = স্ত্রীলোক, মহিলা, নারী
নেহেরী = স্ত্রী, মহিলা, নারী
টুন্না = বালক, কিশোর
টুন্নি = বালিকা, কিশোরী
সুড্ডা = বৃদ্ধ
সুড্ডী = বৃদ্ধা
কাচ্চিখোয়াড়ী = খারাপ লোক, শয়তান প্রকৃতির লোক
খমা = মুখ, মুখমন্ডল, চেহারা
বেচিশ খমা = কুৎসিত চেহারা, কদাকার মুখমন্ডল
চিশা খমা = সুন্দর চেহারা
খমার দর্শন = মুখমন্ডলের চুল (যেমনঃ দাঁড়ি-গোঁফ-মোচ)
ঝোক = চুল, বগলের পশম, গুপ্তাঙ্গের কেশ, পরচুলা, চুল জাতীয় যে কোন কিছু৷
ঝোকমাসি = চুল, বগলের পশম, গুপ্তাঙ্গের কেশ, পরচুলা, চুল জাতীয় যে কোন কিছু৷
পতানো = দূর করে দেওয়া, তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া, ফেলে দেওয়া, বহিষ্কার করা, নিষ্কাশিত করা, বাদ দিয়ে দেওয়া ইত্যাদি 
ঝোকমাসি পতানো = ১৷ গুপ্তাঙ্গের কেশ, বগলের পশম বা লোম, চুল ইত্যাদি শেভ করা বা হেয়ার রিমুভাল ক্রীম (যেমনঃ ভীট) ইত্যাদি দিয়ে লোম তুলে ফেলা, কিংবা ওয়্যাক্স করে লোম বা পশম তুলে ফেলা৷ ২৷ পরচুলা বা উইগ মাথা থেকে খুলে ফেলা৷
খমার দর্শন পতানো = শেভ করার মাধ্যমে দাঁড়ি-গোঁফ কামানো৷
থাপ্পু = টাকা
ঝলকি = টাকা
টাকনি = খাবার
টাকনি টাকা = খাবার খাওয়া
দুনিয়াদার = বাবা-মা, জন্মদাতা, জন্মদাত্রী
পেটুয়া = সহোদর ভাই, সহোদরা বোন
ছাদরা, সাদ্রা = কাপড়, পোশাক
ছাদরা ঝিরা, ছাদরা ঝুরা = পোশাক পরা
নেহেরুন ছাদরা ঝিরা = মেয়েদের পোশাক পরা, Cross dressing করা৷
ঠসক = মেক-আপ
ঠসক ঝিরা = মেক-আপ দিয়ে সাজা
ছমকাছমকি = নাচ-গান
ছমকানো = নাচা-গাওয়া করা
টুন্ডানি, টান্ডানি, টান্ডি = পিটান দেওয়া, মার দেওয়া, শাস্তি দেওয়া, প্রহার করা৷
খুলফি = জুতা, স্যান্ডেল, পাদুকা
খুলফির টুন্ডানি = জুতার বাড়ি, স্যান্ডেলের পিটান
খুলফির টুন্ডানি দেবো = জুতার বাড়ি দেবো, স্যান্ডেল দিয়ে পিটাবো৷
গোতিয়া = বন্ধু, বান্ধবি, সখি

There are 2 comments

  1. Alex Gomes

    দাদা , আমি উল্টি ভাষা শিখতে চাই । আমাকে সাহায্য করুন ।।

    1. Bubai Naskar

      দাদা আমি উল্টি ভাষা শিখতে চাই। আমাকে সাহায্য করুন। ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.