ধী ব্লগ

অনুভূতির গহীনে শব্দের আনাগোনা মুল্যহীন। আমরা সবাই আমাদের মত করে অনুভূতি প্রকাশের মাধ্যম বেছে নেই। কিন্তু আমাদের হাসি-কান্না, আনন্দ-বেদনা, অভিজ্ঞতার পরিমাপ হিসেবে শব্দের গুরুত্ব অনস্বীকার্য। শব্দের সাথে আবেগের মেলবন্ধনের এই যে প্রক্রিয়া, এর মধ্য দিয়ে নিজেকে জানা, নিজের সাথে বোঝাপড়া, অনুভূতির সরু অলিগলিতে যাতায়াত হয়ে ওঠে সহজতর।

শব্দ আমাদের নিয়ে যায় এমন এক জগতে যেখানে ‘আমি’ থেকে ‘আমরা’ হয়ে উঠে অধিক গুরত্ব্পূর্ণ। একত্রিকরণের এই যাত্রায় শোক পরিণত হয় শক্তিতে আর হতাশা থেকে জেগে ওঠে সাহস।

চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বাসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি
পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা

                              – রবীন্দ্রনাথ ঠাকুর

জুলহাজ মান্নান ও মাহবুব তনয়-এর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত এই ব্লগ শোক ভাগাভাগির জন্য আমাদের এক ক্ষুদ্র প্রচেস্টা। যাতে করে আমরা একসাথে হয়ে নিজেদের ভার লাঘব করতে পারি, যাতে শব্দের মাঝে খুঁজে পাই একটু সান্ত্বনা।

আমাদের জীবনে জুলহাজ আর তনয়ের ছিল বহুমাত্রিক প্রভাব। এই ব্লগে প্রকাশিত গল্পগুলো চেস্টা করবে তাঁদের এই অসাধারণ ব্যক্তিত্বকে খানিকটা তুলে ধরার।

প্রজেক্ট ধী-এর ব্যনারে এই ব্লগটি বয়েজ অফ বাংলাদেশের একটি নিজস্ব উদ্যোগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.