
কিছুদিন আগে আমি আমার প্রিয়তমা কে নিয়ে লিখেছিলাম। সে চলে যাওয়ার বেশ কিছুদিনই হয়ে যাচ্ছে। ওর যাবার পর আমি প্রায় পাগলের মত জীবন কাটিয়েছি। আমার ধারণা ছিল আমার পরিবার ও আমার কাছ থেকে সপ কষ্ট পেয়েছে। এটা ভেবে সবসমই আমার ভীষণ কষ্ট হত। যতটা না তাকে হারাবার তারচেয়েও বেশি তার কষ্টের কথা ভেবে। তবে খুব অল্পদিন আগে আমি জানলাম সেই ছিল মেইন কালপ্রিট। হায় রে মানুষ! কিসের খোলসে কী! আমার পরিবারকে আমার বিষয়ে সেই ডিটেইলস জানিয়েছে। সে আমাকে ছাড়তেও চায়নি আবার তার প্রতি এত অধিকারও দিতে চায়নি। আমি সবছেড়ে তার সাথেই আজীবন থাকতে রাজী ছিলাম। আর এতেই তার ঘোর আপত্তি। সে গাছেরও খাবে তলারও কুড়োবে। তার এ দ্বৈত আচরণ জানার পরে আমার পায়ের তলায় মাটি ছিলনা। ইভেন যেগুলি আমি স্বপ্নেও তার সাথে করিনি সে আমার ফ্যামিলিকে সেগুলিও বলেছে। যখন তাকে ফিরে পাবার জন্য দিনরাত পাগলের মত ফোন করতাম সে আমার কল আমার ফ্যামিলির সাথে কনফারেন্সে রাখতো। ছিঃ ছিঃ। এ আমি কাকে বিশ্বাস করেছিলাম। নিজের প্রতিই নিজের কনফিডেন্স হারিয়ে গেছে। যার সামান্য কষ্ট হলে আমি কাঁদতাম সে আমাকে ডুবিয়ে দিয়েছে নর্দমার জলে। বেঈমান প্রতারক প্রিয়তমা আমার। এটা জানার পর মানুষের প্রতি আর বিশ্বাস রাখতে পারছিলাম না। তারপর এই পেজেই অনেক কিছু জানা হল। কিছু বন্ধুও পেয়েছি। আমার কিছু বন্ধু আমার আগের স্টোরিতে রিয়েক্ট ও দিয়েছে। ভালো লাগছে। আর এ জগতটা কিছুটা জানার পরেই একজনের সাথে পরিচয় হয়। আমার থেকে অনেকটাই জুনিয়র। ছয়/ সাত বছরের গ্যাপ। তবুও প্রচন্ড ম্যাচিওরড্। আমি ঠিক যেমনটা চাইতাম অনেকটাই এমন। রিসপেক্ট আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। সবকিছু মেনে নেয়ার এবং ধৈর্য ধারণ করার মত প্রশংসনীয় গুন গুলি তার আছে। আমার মত মাথা গরম, অস্থির আর অধৈর্য একজন মানুষকে খুবই সযত্নে আগলে রাখে। তার মন মন্দিরে আমাকে অধিষ্ঠিত করেছে। আমি সত্যিই সুখে আছি। ভালো আছি। ছোট মানুষ হলেই সবাই ইমম্যাচিওর হয়না – এটা বুঝেছি। আমাকে ধরে রাখবার, তার নিজের করে রাখবার প্রচন্ড আকুতি দেখি তার মাঝে। ভালো লাগে। মাঝে মাঝে মজাও নেই। সে অভিমান করে। আমি আবার ভালোবেসে তা ভুলিয়ে দিই। ভালোই কাটছি দিনগুলি। অতীত বা ভবিষ্যত কোনটার জন্য বর্তমানকে উপভোগ করা থেকে বঞ্চিত করতে চাইনা নিজেকে। জীবন তো একটাই। ভালোভাবেও তো কাটানো যায়। আর আমার জন্য সবচেয়ে ভালো লাগার বিষয় হল আমার পরিবারের বাইরে এই প্রথম কেউ আমার জন্য শুভ্রমনে প্রার্থনায় বসেছে। আমি আমার এ ভালোলাগাটুকু বর্ণনা করে বোঝাতে পারবোনা। একদিন আমিও কারো জন্য এটা করেছিলান। তবে সে এর মূল্যায়ন করেনি। বরং বিনিময়ে ছুরি মেরেছে আমার পিঠে। আমি এমনটা মোটেই করতে চাইনা। কেননা এ ছুরির আঘাতের ঘা যে কতটা বেদনাদায়ক তা আমি জানি। ভালোবাসি আমি আমার বাচ্চা বাবুটাকে। আমাকে সে বলে হ্যান্ডসাম হাজবেন্ড। ভালোই লাগে শুনতে। আমাদের এখনও দেখা হয়নি। তবে সৃষ্টিকর্তা সহায় হলে খুব শীঘ্রই হবে। যদিওবা অবিশ্বাসী প্রতারকে ভরা এ পৃথিবী। তবু ভালো থাকার খাতিরে খুঁজে নিতে হয় কাউকে, ভরসাও করতে হয়। যারা ভরসা ভেঙে দেয় তার জীবনে কখনও সুখি হতে পারেনা বলেই আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন। প্রার্থনা করবেন আমাদের জন্য। ভাঙা মন আবার ভেঙে গেলে বাঁচার আর কোন পথ নেই। আমাদের পক্ষ থেকে সবার দাওয়াত ও শুভকামনা রইল। আসবেন কিন্তু
Source: BAH ( Bangladesh Against Homophobia)