Normal

অন্তি এবং নীলিমা (ছদ্দনাম) একটি গার্লস কলেজ এ পরে. কলেজ এর প্রথম দিনগুলোতেই তারা একে ওপরের বন্ধু হয়ে গেল. একসময় দুজনেই টের পেতে শুরু করলো এটা বন্ধুত্ব থেকেও বেশি কিছু. সারাক্ষন দুজন একসাথে সময় কাটাতে চাইতো. যদিও কখনো একজনকে আলাদা হয়ে অন্যদের সাথে টীম করে এসাইনমেন্ট করতে অন্য জায়গায় বসতে হতো, অন্য মানুষটা কি করছে তাকিয়ে দেখতো অন্যজন. চোখে চোখ পড়লেই হাসতো দুজন বাচ্চাদের মতো. 

আশেপাশের মানুষজন তাদের এই কিছুটা অন্যরকম মেলামেশা, তাকিয়ে থাকা, সব সময় একসাথে সময় কাটানো দেখে অনেক কিছুই বুঝতে শুরু করলো. 

কেউ কখনো কিছু সামনে সামনি বলতোনা ওদেরকে. কিন্তু আস্তে আস্তে তাদেরকে ডিফারেন্ট ফীল করানো শুরু করলো. 

কাছের বন্ধুরা কথা বলা কমিয়ে দিলো. ক্লাস এর আর পাঁচটা মানুষ আগে হাসিমুখে যদি জানতে চাইতো কেমন আছে তারা, এখন হয় পাশ কাটিয়ে চলে যায় অথবা কেমন যেন একটা ভণ্ডামি কথাতে. সবার এই ব্যবহার গুলো ওদের অনেক কষ্ট দিতো, আলাদা ফীল করাতো, ওদের ভাবতে বাদ্ধ করতো ওরা আসলে নরমাল না. 

Why why why???

Everybody wants to feel valued & being accepted. Making a friend should be spontaneous. But you know what, it isn’t! When you treat someone differently, that someone needs to work hard, to fit in. Intentionally or unintentionally you make belonging extra hard for me!

Why? Because you being attracted to opposite sex declared yourself normal, and suddenly come to conclusion ‘a girl liking another girl’ is not! Is this because it’s something new? Or is it because you’re so brainwashed that your little head only understands ‘pasher bashar auntyr adorshey nijek boro kore tulbo’! Use your own brain! What kind of hypocrisy is this that something is normal for you & not for others?!

The world is already hard, please don’t make it extra hard for someone only because you can! They’re as human as you’re. If you don’t understand this simple thing, before being judgemental, take pause & learn. Learn beyond ABC or 123. Educate yourself.

You know what… maybe one day we’ll become good friends, help each other & live a life as one. What if you’ll find your future best friend from here?

Imagine how beautiful that world will be…

Source: BAH (Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.