বাঙালি সমকামী মুসলমান ও রমজান মাস

mondro blog

রমজান মাস হলো ইসলামি চন্দ্র বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যে মাসে সারা পৃথিবীর সকল মুসলমানেরা সূর্যোদয়ের পূর্ব হতে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে৷ রমজান মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো সমস্ত ধরণের খারাপ কাজ করা থেকে বিরত থাকা৷ এমনকি সেটা গোপনেও না৷ সব ধরণের বলতে ধর্মবিরুদ্ধ এবং খারাপ সবকিছু৷ 

রমজান মাস এলে কমিউনিটিতে প্রথমেই যেটা হয় সেটা হলো যারা মোটামুটি ধর্ম মানে তারা বিভিন্ন গে ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার পর্ণ গ্রুপ থেকে লিভ নিয়ে নেয়৷ এবং অন্যান্য সকলকেও ধর্ম পালন করার আহবান জানায়৷ অন্ততপক্ষে একমাসের জন্য৷ আর এটা গেলো ব্যক্তি পর্যায়ের ভোল পাল্টানোর খেল৷

বড় বড় পর্যায়ে যেটা হয় সেটা হলো ফেসবুক গ্রুপের এডমিনরা গ্রুপ বন্ধ করে দেয়৷ অথবা বিভিন্ন গ্রুপে বিভিন্ন নিয়ম-কানুন চালু করে৷ নিয়মগুলোর মূলকথা হলো যেকোনো ধরণের ‘বাজে বা খারাপ’ কিছু এ্যাপ্রুভ হবে না৷ কেউ উল্টা-পাল্টা কিছু করলেই গ্রুপ থেকে ব্লক করে দেওয়া হবে৷

মেসেঞ্জার ভিডিও গ্রুপগুলোতেও একই কার্যক্রম শুরু হয়৷ সেখানে বাজে কথা বলা যাবে না বা বাজে ভিডিও দেওয়া যাবে না৷ এবং কেউ এইসব নিয়ম না মানলেই গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে৷

আবার কেউ যদি নিজস্ব টাইমলাইনেও পার্টনার চেয়ে পোস্ট করে, তবে সেখানেও তাকে সাইবার বুলিং এর শিকার হতে হয়৷ এবং তার পোস্টে রিপোর্ট করা হয় ফেসবুক কর্তৃপক্ষের কাছে৷ 

বাংলাদেশে যেমন বিভিন্ন ধর্মের লোক আছে, তেমনই বাংলাদেশি এলজিবিটি কমিউনিটিতেও বিভিন্ন ধর্মের লোক রয়েছে৷ 

শুধু মাত্র মুসলমানদের জন্য রমজান মাসে গ্রুপ বন্ধ রাখা সাম্প্রদায়িকতার প্রতীক৷ এবং সেটা কতটুকু যৌক্তিক? সে হিসেবে বড়দিন, ছোটদিন (নিউ ইয়ার), জন্মাষ্টমী, দুর্গা পূজা, বৈশাখী পূর্ণিমা ইত্যাদি উপলক্ষেও গ্রুপ বন্ধ রাখা উচিত৷ নিজের ধর্ম পালন করার জন্য অন্যদের স্বাভাবিক মতপ্রকাশের, নিজেকে প্রকাশের অধিকার খর্ব করা কতটুকু যৌক্তিক?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.