মাকড়সার জাল

লীলা দাসী

তোমার আমার ঘরে কেউ নাই
কোটি কোটি বছর হয়ে গেল,
মোমবাতি জ্বলতে জ্বলতে সলতে নিঃশেষ হয়ে গেল
মাকড়সারা জ্বাল বুনতে বুনতে আমাকে তাদের ফাঁদে আটকে ফেললো,
আমি অসহায় একা, নিসাড় দেহ নিয়ে তোমার অপেক্ষায় ছিলাম,
কিন্তু তুমি আর ফিরে আসলে না;
ফেরত আসার আশ্বাস দিয়ে।
আমাদের আর সংসার সংসার অভিনয় করা হলো না
শুরু হওয়ার আগেই খেলা চুকিয়ে গেলো।

রাতের আঁধারে আমরা আর নিজেদের হয়তো খুঁজে পাবো না
আর হয়তো উল্কার আলোতে স্নান করবো না
খসে পরা তারার মত আমরাও ফুরিয়ে গিয়েছি।
কিন্তু আমাদের প্রেম ফুরায় নাই, আগের সেই সুগন্ধি ফুলের বেশে আছে।
আরও কয়েক কোটি বছর পার হয়ে যাবে,
পৃথিবী বদলে যাবে, মানুষ নিজেদের ধ্বংস করে ফেলবে
কিন্তু তাও আমি অপেক্ষায় থাকবো।
আর একটি বার তোমার প্রাণবন্ত হাসি দেখার জন্যে
তোমার স্বপ্নময় চোখে চোখ রাখবার জন্যে।
তোমার আলিঙ্গনের ওম পাওয়ার জন্যে।
আমি অনেক ক্লান্ত অনেক কষ্ট সয়েছি
মাকড়সারা আমায় সাদা সুতোয় মুড়িয়ে ফেলেছে
কাফনের সাদা কাপড়ের আদলে।
প্রিয়তম, এ জীবনে না হলেও হয়তো পরের বার আবার দেখা হবে
আমায় মনে রেখো কেবল,

আমার সত্তাকে আপন করে পাঁজরের গোপন কুঠরিতে রেখে দিয়ো যত্ন করে।

সকাল ৫:৩৩ , ১৫ই মে, ২০২২

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.