গারো সমকামী পুরুষদের বর্তমান অবস্থা এবং বাঙালিসহ অন্যান্য জাতির সাথে সম্পর্ক

ঙা

বাংলাদেশে গারো সমকামী পুরুষ অবশ্যই আছে ৷ তবে, তাদের সংখ্যা একেবারেই কম ৷ সম্ভবত হাতেগোণা দশ থেকে পনেরোজন হবে ৷ এরমধ্যে মোটামুটি দশ-বারোজনের সাথে  আমার চেনা-জানা আছে ৷ ইন্ডিয়ার কিছু সমকামীর সাথেও কথা হয়েছে ৷ তাদের সংখ্যাও খুব একটা বেশি না ৷

বাংলাদেশের বা ইন্ডিয়া যেখানেরই হোক, সব গারোই পরিচয় প্রকাশে আগ্রহী না ৷ বিশেষ করে সংখ্যা যেহেতু কম সেহেতু যে কারোরই ইনফরমেশন বের করা খুবই সহজ সাধ্য ব্যাপার ৷ টাইটেল এবং গ্রামের নাম জানলেই হলো ৷ কমিউনিটির গারোরা যতটা সম্ভব কমিউনিটির গারোদের মাঝেও কমফোর্ট ফিল করে না ৷ যতটা পারা যায় নিজেদের পরিচয় গোপন রাখে ৷ কারণ গারোদের সংখ্যা কম হওয়াতে সহজেই কারো সম্পর্কে জানা যায় ৷ 

বাঙালি সমকামী পুরুষদের সাথে গারো সমকামী পুরুষদের তেমন ভালো সম্পর্ক আছে বলা যাবে না ৷ আবার খারাপও বলা যায় না ঠিক ৷ যেহেতু গারো সমকামী পুরুষদের সংখ্যা কম সেহেতু কোনো না কোনোভাবে বাঙালি বা অন্যান্য জাতির সমকামীদের উপর গারো সমকামীরা নির্ভরশীল ৷ তবে, বেশিরভাগ গারো সমকামীরা যতটা সম্ভব বাঙালি সমকামীদের এড়িয়ে চলার চেষ্টা করে ৷ এবং আদিবাসী সমকামীদের সাথে তারা সম্পর্ক স্থাপনে বেশি আগ্রহী এবং কম্ফোর্ট ফিল করে ৷ সেটার কারণও আছে ৷ সবচেয়ে বড় কারণ সাংস্কৃতিক ৷ অন্যান্য আদিবাসীদের সাথে গারোদের ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক, ধর্ম ইত্যাদির মিল রয়েছে ৷ মিল না থাকলেও সেটা নিয়ে কখনো কটূক্তি বা ঠাট্টা-মশকরার শিকার হতে হয় না ৷ অন্যদিকে বাঙালিদের সাথে সাংস্কৃতিক, রাজনৈতিক সব দিক দিয়ে ব্যাপক পার্থক্য রয়েছে ৷ তার উপর বাঙালিরা শাষকগোষ্ঠী ৷ 

গারোদের চেহারাতে যেহেতু মঙ্গোলয়েড প্রভাব স্পষ্ট সেহেতু চাকমা, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান    এইসব শুনতে হয় ৷ আর এমনভাবে ট্রিট করা হয় যেন তারা বিদেশি তো দূরের কথা, তারা যেন এলিয়েন ৷  গারো সমকামীদের বাঙালি অপছন্দ করার আরেকটা কারণ হচ্ছে গারোদের প্রতি বাঙালিদের নোংরা যৌনাকাঙ্ক্ষা ৷ এমন আচরণ শুধুমাত্র যে গারো সমকামী পুরুষদের সাথে করা হয় সেটাও না ৷ গারো মেয়েদেরকেও তারা টার্গেট করে ৷ যেমন- উপজাতি কোনোদিন করিনি, চাকমা করলেও গারোদের করিনি, গারো/উপজাতিদের মেয়েদের যোনী আর স্তন নাকি খুব টাইট হয়, একটা গারো মেয়ের নাম্বার দাও, চু..ব, প্রেম করব বা বিয়ে করব! তারপর মাতৃতন্ত্র প্রথা, মদ, খাদ্যাভ্যাস, ঘরজামাই প্রথা নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয় আর কটূক্তি শুনতে হয় ৷

মোটকথা ,গারো সমকামী পুরুষরা প্রাইভেসি প্রিয় এবং বাঙালিদের চেয়ে গারো বা অন্যান্য আদিবাসীদের সাথে সম্পর্কে স্থাপনে বেশি আগ্রহী!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.