লুডুঙ- আদিবাসী কুইয়ার ঝুলি: দ্বিতীয় সংখ্যা

মুখবন্ধ

‘লুডুঙ- আদিবাসী কুইয়্যার ঝুলি’র দ্বিতীয় সংখ্যা বের হচ্ছে জেনে আমি খুব আনন্দিত। একজন আদিবাসী সম্প্রদায়ের হয়ে এটা একটা বড় পাওয়াও বটে। গত বছর আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে বের হওয়া প্রথম সংখ্যায় একদম নতুন হওয়ায় নানা কাঠখড় পুড়িয়ে সম্পাদনা করতে হয়েছে। তাছাড়া পরিচিতদের কাছে জনে জনে লেখা পাঠানোর আহ্বানও করা হয়েছিল। কিন্তু, সেরকম সাড়া পাইনি। ভাবলাম প্রথম যাত্রা হুট করে হওয়ায় কেউ সেভাবে অংশগ্রহন করতে পারেনি বা করতে চায়নি। পরেরবার অবশ্যই পাবো এই প্রত্যাশা ছিলো। দুঃখের বিষয়, এবারেও যেই লাউ সেই কদু। নানা কাজের অজুহাত দেখিয়ে সময় বের করতে না পারায় এবারেও লেখা জমা পড়েছে একদম হাতেগোণা। অথচ, আমি চেয়েছিলাম এবারে অন্তত অনেকের অংশগ্রহণ পাবো। তবে এবারের লেখাগুলো কিছুটা আলাদা এবং আকর্ষণীয় এটা মানতে হবে।

মন্দ্র আমাদের একটা আলাদা প্লাটফর্ম করে দিয়েছে তার জন্য অশেষ কৃতজ্ঞ আমি। এটাই যদি আমরা হেলায় ফেলে রাখি তাহলে কীভাবে আমরা আমাদের সামাজিক, মানসিক বৈচিত্র্যময় জীবনযাপন সবার কাছে তুলে ধরবো? মেইনস্ট্রিম বাঙালী লিঙ্গ ও যৌন বৈচিত্র্য সম্পর্কে তো প্রায় সবার জানা। কিন্তু আদিবাসী লিঙ্গ ও যৌন বৈচিত্র্য মানুষদের সম্পর্কে কজন মানুষে জানে? অথবা জানলেও সঠিক জানে কয় জন?

এটাই হলো সেই প্লাটফর্ম যা আমরা আমাদের মনো-সামাজিক দর্পণ হিসেবে ব্যবহার করতে পারি। না বলা কথাগুলো অকপটে বলে দেয়া এবং সংরক্ষণ করার সহজ মাধ্যম আমাদের এই ‘লুডুঙ’। যার ব্যবহারিক অর্থ-ই হলো সংরক্ষণ পাত্র।

যাইহোক, আমাদের এই সুযোগ কাজে লাগানো উচিত। নিজেদের বাস্তবিক অথবা আশপাশের সামাজিক চিত্রগুলো লেখার মাধ্যমে তুলে ধরে সবার কাছে পৌঁছে দেয়া উচিত। আশা করি আমাদের নতুন এবং মানসম্পন্ন লেখায় ভরপুর এই ‘লুডুঙ’র ধারা অব্যাহত থাকবে। এবং ভিন্নধর্মী, আকর্ষণীয় লেখায় সবার আলাদা নজর কাড়বে।

দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত লেখাসমূহ:

সবার কাছে পরবর্তী ধারাকে বৈচিত্র্যময় লেখায় পরিপূর্ণ করে চলমান রাখার আহ্বান রইল। সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবস, ২০২২ এর শুভেচ্ছা। আন্তর্জাতিক আদিবাসী দিবস সফল হোক। লুডুঙ এর যাত্রা ভরা যৌবনের মতো অগ্রসর হোক।

আরো দেগা অবোহ্..

সম্পাদক

ইনজেব চাঙমা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.