
অভ্র্রলীকা
বিকেলের কাঁচা রোদে যখন পিঁপড়া জমায় ঈদের রেশন, কেউ আসেনা শিকারী পাখি হয়ে। বন্য ফুল খেয়ে দুপুর পার করে দিই আমরা। আমাদের চাহনিতে ধ্বস আছে, ধ্বংস নেই। সেখান থেকে গড়িয়ে পড়ে বাদামি অশ্রু।মরচে ধরা কান্না। কেউ আসেনা তখন যুদ্ধরথে। কেউ একটা বারও জানতে চায়না ক’দিন গেলো কু মড়া ফুলের আশে।একটা নীল খামে আমরা আটকে রাখি আঠা আঠা স্বপ্ন। কোনো এক নাবিকের ছবি দেখি সেই স্বপ্নে আর ভাবি জলের স্তব্ধতা। বড়ই বিলাসী ঠেকে এই স্থলজ জড়তা আমাদের কাছে৷ মাছের মত রোমকূপ আটকে মিশে যেতে চাই স্নিগ্ধ মলাটে। তারপরও আমরা ক্ষোভ জানাই, কেউ কেন এলোনা গোলাপ নিয়ে? অথচ পেটে তলওয়ার গুঁজে দিলেও আমাদের স্থান ইতিহাসেই।
প্রথম প্রকাশিত
আসর
বাংলাদেশের প্রথম ও ভিন্ন ঘরানার বহুমাত্রিক ক্যুইয়ার নারী সংকলন