
মিমোসা
আমি তো আমাকে রেখেছি আড়ালে
চাইলেও পারবেনা ছুঁতে দুহাত বাড়ালে।
আমার গল্পে শুধু আমিই বিলীন
রয়েছে আত্মসত্তা তাতে চির অমলিন।
তুমি তো বোঝ মুদ্রিত চক্ষুনিদ্রিত রজনী
আমি তো তখন আত্ম খোঁজে পিয়াসী গো সজনী।
আত্মপরিচয় জ্ঞানে আমার জাগে পূর্ণ সাধ
এভাবেই কেটে যায় কত বিনিদ্র রাত।
তুমি তো হে থাকো সদা জৈবিকতায় মগ্ন
আমি তখন আত্মবিবর্তনের খুঁজি জন্মলগ্ন।
মনোজগতের কত শত অলি-গলি করে বিচরণ
করে চলি আত্ম সৃষ্টিতত্ত্ব রহস্য উন্মোচন।
তুমি তো সমস্ত ভালোলাগা করেছ শরীরে বপন
জানোনা তাই কিভাবে করতে হয় আত্মরোপণ।
প্রথম প্রকাশিত
আসর
বাংলাদেশের প্রথম ও ভিন্ন ঘরানার বহুমাত্রিক ক্যুইয়ার নারী সংকলন