
অভ্রলীকা
শুষে নিয়ে প্রাণ
তোমার প্রাণকেন্দ্রে
তুমিই জড় করো সকল প্রতিলিপি
সকল প্রমাণ
কেচ্ছা
বিশ্বাস
সাহিত্য কিংবা শিল্প।
ভাসমান জাহাজ তোমার শুদ্ধতার।
যে পথে তুমি হেঁটেছো
সত্যের সন্ধানে
তার আঙ্গিকে আমার প্রতিপালক
দাবী করো নিজেকে।
দাবী করে সকলে। এমনকি সে সব প্রাণ
যারা শোষিত হয়
শাসিতের দুই আঙুলের ফাঁকে।
বিশাল অক্ষরে লেখা আছে ভাসমান জাহাজ
দাবী করে সেও।
তুমি হতেই পারো তা-
আমার প্রতিপালক।
দাবী করি আমিও।
আমি চোখ ডুবিয়েছি সাহিত্যে।
আমি দেখেছি কী করে মানুষ মরে।
আমি জানি নক্ষত্রের খসে পড়া
প্রতিপালক
অভ্রলীকা
আর আন্দোলন, এক নয়।
তোমার প্রতিধ্বনি শুন্যে ভাসে
তোমার ভাষা শুন্যতা নয়।
শুষে আমার প্রাণ
তোমার প্রাণকেন্দ্রে,
তুমি হতেই পারো তা-
আমার প্রতিপালক।
প্রথম প্রকাশিত
আসর
বাংলাদেশের প্রথম ও ভিন্ন ঘরানার বহুমাত্রিক ক্যুইয়ার নারী সংকলন