তৃতীয় বছর শেষে চতুর্থ বছরে মন্দ্র

ছোটন

নানা ঘটনাবহুল সময়ের মধ্য দিয়ে মন্দ্র তৃতীয় বছর পূর্ণ করে চতুর্থ বছরে পদার্পণ করলো। বহুরৈখিক, বহুত্ববাদী, নারীবাদী, লৈঙ্গিক বহুত্ব, কুইয়ার বাস্তুতন্ত্র, রাজনৈতিক চিন্তা ইত্যাদি মতামত নিয়ে তথাকথিত উন্নয়ন ধারণার বিপরীতে সদর্পে টিকে থাকাটা কিছুটা হলেও কঠিন ছিলো। এই তিন বছর পরে আমাদের মনজাগতিক পরিস্থিতি অন্তত একটা জায়গাতে নিবন্ধিত হয়েছে বলে মনে করি আর সেটা হলো এই ধারা থেকে কোনভাবে বের হয়ে যাবো না।

ভাষা ও চিন্তার আদল বদলাতে স্থানিক কুইয়ার ভাবনার চর্চা কিংবা অনেকাংশে উপনিবেশিত লৈঙ্গিক ধারণার চর্চা থেকে বের হয়ে বাংলায় সাহিত্য কিংবা ব্লগ সংস্কৃতি মন্দ্র ধারণ করছে যা অন্য প্রকল্পের ন্যায় চাকচিক্যময় অবস্থানে আসতে পারেনি। যার ফলপ্রসূতে মন্দ্রের কাজ শুরুর সময়ে প্রশ্নবিদ্ধ এবং ব্যাঙ্গাত্নক ভঙ্গিতে অবহেলিত হওয়ার রেকর্ড রয়েছে। কিন্তু আন্দোলনের ভাষা বুঝতে আমাদের খুব বেশি সময় পার করতে হয়নি তা এই তিন বছরের কার্যক্রমে আমরা অনুধাবন করতে পেরেছি।

মন্দ্র বর্তমানে কমিউনিটির টেকনোলজিক্যাল জাস্টিস, কুইয়ার নারীবাদ, রেডিক্যাল কুইয়ার মুভমেন্ট, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, বডি রাইটস্ বিষয়ে আরো গুরুত্ব দিয়ে কাজ করছে সে সাথে কুইয়ার শিল্প-সংস্কৃতি আর্কাইভের কর্মকান্ড সমানতালে চালিয়ে যাচ্ছে। মন্দ্রের টিম বড় হওয়ার সাথে সাথে নতুনদের কাজের প্রতিফলন হতে শুরু করেছে ও আমাদের কাজের জায়গাও দিন দিন বড় হচ্ছে। নতুন আইডিয়া, মতাদর্শের শক্তিশালী অবস্থান বাংলাদেশের কুইয়ার মুভমেন্টে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। তাই প্রতি বছরের ন্যায় আমরা এবারো মন্দ্র সংগঠিত হওয়ার সময়টাকে উদযাপন করতে চলেছি। অস্তিত্ব সংকটকে পিছনে রেখে নতুনভাবে উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার এই যাত্রায় সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ও সমর্থন আমাদের প্রান্তিকতার ছায়াকে টপকে যেতে আরো সহায় হবে।

প্রথম প্রকাশিত
মন্দ্রপত্র (প্রথম সংখ্যা)
একটি মন্দ্র প্রকাশিত ছোট পত্রিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.