
অরিত্র হোসেন
মন্দ্রপত্র-এর প্রথম সংখ্যা বের করে আনন্দে লাফালাফি করছি তা নয়। অনেকদিন ধরে, না না – অনেক বছর যাবত এমন ধরণের ছোট পত্রিকা বের করার লালনা-বাসনা করে আসছি, তারপর কতজনের কানে বুদ্ধিটি দিয়ে ঝালাপালাও করা হল, কিন্তু পত্রিকার ‘প’-এর দেখা কোন কালেই পাওয়া যায়নি। তাই এই মাসে জেদ করেই নিজ উদ্যোগেই সব করার সিদ্ধান্ত নিলাম। লে-আউট থেকে, লেখা নেওয়া- সবই নিজে করা। ‘সোলো’-কাজে আনন্দে আছে, আবার ক্যাচালও আছে। আমাদের কমিউনিটিতে পত্রিকা প্রকাশের কালচার নেই, আর এটা আমাকে খুব ব্যথিত করে। আহামরি কিছু নয় ‘মন্দ্রপত্র’ তবে পত্রিকার কালচারকে কুইয়ার কমিউনিটিতে জিইয়ে রাখাই আমার মোক্ষম উদ্দেশ্য। আশা করি এই উদ্যোগ বৃথা যাবে না। কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ-ও আছে। ভবিষ্যতে এই কাজের সঙ্গে কেউ সম্পৃক্ত হতে চাইলে অবশ্যই জানাবেন। সবাইকে মন্দ্র-এর ৩য় বার্ষিকীর শুভেচ্ছা!
প্রথম প্রকাশিত
মন্দ্রপত্র (প্রথম সংখ্যা)
একটি মন্দ্র প্রকাশিত ছোট পত্রিকা