
নূর মোহাম্মদ ওরফে বগ মাস্টার বনাম রাষ্ট্রপক্ষ ৪১ ডিএলআর (১৯৮৯) ঘটনা সংক্ষেপ: ১৯৮২ সাল। মে মাসের পঞ্চম দিনের বিকেল। মায়ের জন্য ওষুধ দরকার। ছেলে ইউনুস হোমিওপ্যাথি ওষুধ আনার উদ্দেশ্যে রওনা হলেন একই গ্রামের নূর মোহাম্মদের বাড়ির দিকে। রাজশাহীর এই গ্রামে নূর মোহাম্মদকে লোকে বগ মাস্টার নামে চেনে। ইউনুস সুস্থ স্বাভাবিক অবস্থায় নূর মোহাম্মদের বাড়ির দিকে